বিজেপিতে যোগ দিতে বলা হচ্ছে তাঁকে। এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, বিহার বা মহারাষ্ট্রে যা হয়েছে, তা দিল্লিতে কখনও হবে না।
রবিবার দিল্লির রোহিনীতে একটি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানেই কেজরিওয়াল জানিয়ে দেন, ওরা যা খুশি করতে পারে। কিন্তু তিনি মাথা নোয়াবেন না। বিজেপির সঙ্গে হাত মেলাবেন না বলেও জানান কেজরিওয়াল। তবে ওরা বলতে কাকে বলেছেন, তা যদিও স্পষ্ট করেননি তিনি।
সম্প্রতি বিজেপির বিরুদ্ধে তাঁর দলের বিধায়কদের কেনার চেষ্টার অভিযোগ করেন কেজরিওয়াল। তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতেই পাল্টা মামলা করেন বিজেপির এক নেতা। সেই মামলার সূত্রেই রবিবার কেজরিওয়ালকে তাঁর দাবির সপক্ষে প্রমাণ দাখিল করতে বলেছিল দিল্লি পুলিশ। এদিন কেজরিওয়াল দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের গ্রেফতারি প্রসঙ্গেও মুখ খোলেন।