আমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল হেরেছিল ভারত। টিম ইন্ডিয়ার হারে অনেকেই অনেক ব্যাখা দিয়েছিলেন। ভোট প্রচারের ময়দানে গিয়ে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপয়া বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার চার রাজ্যের ভোটের ফল প্রকাশের পর সেই কটাক্ষ এবার রাহুলকে ফিরিয়ে দিল বিজেপি।
সকালে ভোটের ফল প্রকাশের পরেই বিজেপি নেতা সিটি রবির পাল্টা খোঁচা, সবচেয়ে বড় অপয়া কে? আপনার কোনও ধারনা আছে রাহুল গান্ধী? নিজের এই কটাক্ষকে কংগ্রেসকে ট্যাগও করেছেন ওই বিজেপি নেতা।
উল্লেখ্য, রাজস্থানে ভোট প্রচারে গিয়ে রাহুলের মন্তব্য ছিল, ভারতীয় ক্রিকেটাররা ভালই খেলেছেন। হয়তো বিশ্বকাপ জিতেও যেতে পারত। কিন্তু একজন অপয়া সব ভুণ্ডুল করে দিল। রাজনৈতিক মহলের দাবি, মোক্ষম জবাবের জন্য অপেক্ষা করছিল বিজেপি। এদিন তা ফিরিয়ে দিল।