রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) তৃণমূলের ভোটে ভাগ বসাবে বিজেপি (BJP)। মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। তাই অনেক আদিবাসী বিধায়কই দ্রৌপদীর পক্ষে ভোট দেবেন বলে মত সুকান্ত মজুমদারের। এই মর্মে তৃণমূলের সব বিধায়ক ও সাংসদদের চিঠি পাঠিয়ে সমর্থন চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি পাঠিয়েছে বিজেপি। তবে এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। তিনি জানান, "বিজেপির ডাকে সাড়া দেওয়ার কোনও প্রশ্ন নেই। দলের রাজনৈতিক অবস্থান মেনেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে দল।"
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে, তৃণমূলের আদিবাসী ভোটের অনেকটাই দ্রৌপদীর পক্ষে যাবে। তাই ক্রস ভোটিং চাইছে বিজেপি। সুকান্ত জানান, "তৃণমূলের কতজন দ্রৌপদীকে ভোট দিলেন, তা পরে জানা যাবে। আমরা নিশ্চিত, জনজাতি সম্প্রদায়ের বিধায়করা দ্রৌপদীজিকেই সমর্থন করবেন। দেশে প্রথম জনজাতি সম্প্রদায়ের কৃতী একজন রাষ্ট্রপতি হচ্ছেন।"
আরও পড়ুন: জল্পনা শেষ, ১ জুলাই থেকে ভারতে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গল ইউজ প্লাস্টিক
প্রসঙ্গত, পাঁচ বছর আগে রাষ্ট্রপতি নির্বাচনেও একই ঘটনা ঘটেছিল। সমর্থন পেয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তবে গোপন ব্যালটে ভোট হওয়ায় কারা ভোট দিয়েছেন, তা বোঝা যায়নি। তৃণমূলের কেউ এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের সর্বসম্মতিতে প্রার্থী তৃণমূলের যশবন্ত সিনহা।