রবিবারই নির্বাচনী বন্ড নিয়ে তথ্য সামনে এনেছিল জাতীয় নির্বাচন কমিশন। এবার তাতে দেখা গেল এখানেও এগিয়ে বিজেপি। পরিসংখ্যানে দাবি করা হল এই বন্ড থেকে দেশের শাসক দলের আয় প্রায় সাত হাজার কোটি টাকা। যেখানে তিন বিরোধী দল মিলিয়ে আয় করেছে ৬১৮৬ কোটি টাকা।
কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই রাজনৈতিক দলগুলি নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য কমিশনের কাছে জমা দিয়েছে। সেই তথ্য এদিন নিজেদের সরকারি ওয়েব সাইটে আপলোড করা হয়েছে। তাতে দেখা গিয়েছে বিজেপির আয় ৬৯৮৬.৫ কোটি টাকা।
এই পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের আয় ১৩৯৭ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। আয় ১৩০৪ কোটি টাকা। আঞ্চলিক দল হিসাবে তেলঙ্গনার বিআরএসের রয়েছে ১৩২২ কোটি টাকা।
এর মধ্যে কোন সংস্থা কত টাকা দিয়েছে, সেই তথ্যও উঠে এসেছে। তাতে দেখা গিয়েছে নাম রয়েছে মেঘা ইঞ্জিনিয়ারিং এবং ফিউচার গেমিং নামের দুটি সংস্থার। যারা কর্নাটকে জেডিএস এবং তামিলনাড়ুতে ডিএমকের অর্থলগ্নিতে সাহায্য করেছিল।