সংসদের আসন্ন অধিবেশনে তিনি যে রীতিমতো ঝড় তুলতে চলেছেন, সেই ইঙ্গিত দিয়ে রাখলেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)।
কৃষ্ণনগরের সাংসদ স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, সংসদের অধিবেশনে তাঁর তীব্র আক্রমণের মুখে পড়তে হবে বিজেপিকে। নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকারকে তিনি আক্রমণ করবেন, তাই কটাক্ষ করে বিজেপিকে 'হেনস্থাকারী দল' (heckler team) তৈরি রাখতে বলেছেন মহুয়া। পাশাপাশি তাঁর পরামর্শ, বিজেপি সাংসদরা খানিকটা গোমূত্র খেয়ে আসতে পারেন।
আরও পড়ুন : Anubrata Mandal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই তদন্ত জারি রাখার নির্দেশ হাই কোর্টের
রাহুল গান্ধী (Rahul Gandhi) ইতিমধ্যেই বেকারি এবং বৈদেশিক নীতি নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন সংসদে। তার পরদিনই বক্তৃতা করবেন মহুয়া।