লিভ ইন একটি মারাত্মক সামাজিক অসুখ। অবিলম্বে সমাজ থেকে এই অসুখ নির্মূল করতে আইন প্রণয়ন করুক সরকার৷ সংসদের জিরো আওয়ারে এই দাবি তুললেন হরিয়ানার বিজেপি সাংসদ ধরমবীর সিং। তাঁর আরও দাবি, লাভ ম্যারেজের ক্ষেত্রে ডিভোর্সের সংখ্যা বেশি৷ তাই বিয়ের সময় পাত্রপাত্রীর বাবামায়ের সম্মতি থাকা বাধ্যতামূলক করা হোক।
ভিওয়ানি-মহেন্দ্রগড়ের সাংসদ বলেন, ভারতের সমাজ অন্য দেশের তুলনায় আলাদা৷ এখানে সমাজের বিরাট অংশ অ্যারেঞ্জড ম্যারেজের পক্ষে। এই ধরনের বিয়ের ক্ষেত্রে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, মূল্যবোধ সহ বহু কিছু মাথায় রাখা হয়।
সাংসদের দাবি, আমেরিকায় ডিভোর্সের শতকরা হার ৪০ শতাংশ হলেও ভারতে ১.১ শতাংশ। সম্বন্ধ করে হওয়া বিয়েতে ডিভোর্সের হার খুবই কম। ইদানিং ভারতেও ডিভোর্স বাড়ছে, কারণ লাভ ম্যারেজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
শ্রদ্ধা ওয়াকার এবং আফতাব পুনাওয়ালার উদাহরণ দিয়ে সাংসদের দাবি, বিয়ে না করে একসঙ্গে থাকার জন্য এমন ঘটনা ঘটেছে।