Nishikant Dubey: সুকান্তর পর এবার নিশিকান্ত দুবে, বাংলা-বিহারের ৮ জেলাকে নিয়ে 'বড় দাবি' বিজেপি সাংসদের

Updated : Jul 25, 2024 19:59
|
Editorji News Desk

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন সুকান্ত। তাঁর দাবি, উত্তরবঙ্গের উন্নতির জন্যই এই দাবি করেছেন তিনি। 

সুকান্ত মজুমদারের ওই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার বাংলা ও বিহারের ৫টি জেলাকে নিয়ে সংসদে বড় দাবি করলেন BJP সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, বাংলাদেশের অনুপ্রবেশের কারণে বাংলা ও বিহারের জনসংখ্যার বিন্যাস বদলে যাচ্ছে। সেকারণে বাংলা ও বিহারের পাঁচটি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুললেন তিনি। 

কী অভিযোগ নিশিকান্তের? 
বাজেট অধিবেশন চলছে সংসদে। সেখানে ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার দিয়ে বাংলাদেশিরা ঢুকছে। এর ফলে জনবিন্যাসে পরিবর্তন হচ্ছে। তাঁর আরও অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিচ্ছেন।

এই অভিযোগ করার পরেই ওই পাঁচ জেলাকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়ারও প্রস্তাব দেন। নিশিকান্ত দুবের এই দাবিকে সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, অনুপ্রবেশকে সমর্থন করতেই BSF-কে কাঁটাতার লাগানোর অনুমতি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 

সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে দুবাইয়ের এক ব্যবসায়ীকে সংসদের আইডি ও লগইন পাসওয়ার্ড দেওয়ার গুরুতর অভিযোগ করেছিলেন এই নিশিকান্ত দুবেই। 

union territory

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক