বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন সুকান্ত। তাঁর দাবি, উত্তরবঙ্গের উন্নতির জন্যই এই দাবি করেছেন তিনি।
সুকান্ত মজুমদারের ওই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার বাংলা ও বিহারের ৫টি জেলাকে নিয়ে সংসদে বড় দাবি করলেন BJP সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, বাংলাদেশের অনুপ্রবেশের কারণে বাংলা ও বিহারের জনসংখ্যার বিন্যাস বদলে যাচ্ছে। সেকারণে বাংলা ও বিহারের পাঁচটি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুললেন তিনি।
কী অভিযোগ নিশিকান্তের?
বাজেট অধিবেশন চলছে সংসদে। সেখানে ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার দিয়ে বাংলাদেশিরা ঢুকছে। এর ফলে জনবিন্যাসে পরিবর্তন হচ্ছে। তাঁর আরও অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিচ্ছেন।
এই অভিযোগ করার পরেই ওই পাঁচ জেলাকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়ারও প্রস্তাব দেন। নিশিকান্ত দুবের এই দাবিকে সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, অনুপ্রবেশকে সমর্থন করতেই BSF-কে কাঁটাতার লাগানোর অনুমতি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে দুবাইয়ের এক ব্যবসায়ীকে সংসদের আইডি ও লগইন পাসওয়ার্ড দেওয়ার গুরুতর অভিযোগ করেছিলেন এই নিশিকান্ত দুবেই।