পয়লা মার্চ লোকসভার প্রস্তুতি হিসাবে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরে দু দিন থাকার কথা। দুটি জায়গায় জনসভা করার কথা রয়েছে। তার আগেই হয়তো আগামী লোকসভা ভোটের জন্য প্রাথমিক ভাবে ১০০ জনের নাম ঘোষণা করতে পারে বিজেপি। সেই তালিকায় থাকতে পারে বঙ্গের বেশ কয়েকজনের নাম।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ তারিখ দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির নির্বাচনী কমিটি। ওই বৈঠকের পরেই হয়তো প্রাথমিক ভাবে ১০০ জনের নাম ঘোষণা করতে পারে বিজেপি। রাজনৈতিক মহল তাকিয়ে বাংলার নামের দিকে। মনে করা হচ্ছে, প্রথম ১০০ জনের তালিকায় থাকতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ-সহ বেশ কয়েকজন হেভিওয়েটের নাম।
আগামী মাসের গোড়ায় তিনবার বাংলায় আসবেন প্রধানমন্ত্রী। তার আগে বিজেপি চাইছে প্রাথমিক নামের তালিকা ঘোষণা করে দিতে। তাতে বাংলার প্রধানমন্ত্রীর লোকসভার প্রচার করতে সুবিধা হবে বলেও মনে করছে রাজনৈতিক মহল। একইসঙ্গে পিছনে ফেলে দেওয়া যাবে বিরোধী জোটকেও।