চিকিৎসার সামর্থ ছিল না। ২ সন্তানকে মেরে ফেলে আত্মঘাতী দম্পতি। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিদিশা জেলায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি সঞ্জীব মিশ্র বিজেপির (BJP) প্রাক্তন কর্পোরেটর ছিলেন।
আত্মঘাতী হওয়ার আগে টুইটে তাঁর মানসিক অবস্থার কথাও জানান ওই ব্যক্তি। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ির দরজা ভেঙে চারটি দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর মৃত সঞ্জীব মিশ্রের বয়স ৪৫ বছর। স্ত্রী নীলমের বয়স ৪২। তাঁদের দুই সন্তান, একজনের বয়স ১৩ ও অন্যজনের বয়স ৭। সন্তানদের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন ওই ব্যক্তি। পুলিশের প্রাথমিক অনুমান, তাই আত্মহত্যা করেছেন তিনি।
আরও পড়ুন: 'যন্ত্রের আকর্ষণ মানুষকে ক্রীতদাসে পরিণত করে', পড়ুয়াদের বার্তা প্রধানমন্ত্রীর
শেষ টুইটে তিনি লিখেছেন, "ভগবান যেন শত্রুদের সন্তানকেও রোগভোগ না দেন। সন্তানদের বাঁচাতে পারলাম না। আমিও বাঁচতে চাই না।"