যতকাণ্ড সেই উত্তরপ্রদেশেই। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বিজেপি বিধায়ককে ২৫ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত। এই সাজার জেরে খারিজ হচ্ছে দুদ্ধি বিধানসভার বিধায়ক রামদুলার গোন্দের বিধায়ক পদও। নয় বছর আগের মামলায় শুক্রবার তার বিরুদ্ধে এই সাজা দিয়েছে এলাহাবাদের আদালত। সেইসঙ্গে ১০ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে।
দুদ্ধি বিধানসভায় বাহুবলী বলেই পরিচিত রামদুলার। ২০১৪ সালে এই বিজেপি নেতার স্ত্রী পঞ্চায়েত প্রধান হয়েছিলেন। ওই বছরের নভেম্বর মাসেই স্থানীয় থানায় রামদুলারের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মামলায় এদিন রায় দিল আদালত।
গত নির্বাচনে প্রথমবার বিধায়ক হয় এই বিজেপি নেতা। তখনই এই মামলা চলে যায় বিধায়ক-সাংসদ আদালতে। গত মঙ্গলবার আদালতই রামদুলারকে দোষী সাব্যস্ত করে।