বেলা বাড়তেই রক্ত ঝড়ল ত্রিপুরায়। বক্সনগরে আক্রান্ত হলেন সিপিএমের অঞ্চল সম্পাদক। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালায় বলে অভিযোগ সিপিএমের। ওই নেতার উপরে ধারাল অস্ত্র ও লাঠি নিয়ে হামলা হয় বলেই অভিযোগ। শুধু ওই একটি এলাকা নয়, সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে বিলোনিয়া-উদয়পুর-রাজকিশোরপুরের বিস্তীর্ণ এলাকা। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এমনকি, ছাড় পায়নি নির্দল প্রার্থীও। তাঁর এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছে বিরোধীরা। খয়েরপুরে সিপিএম প্রার্থীর এজেন্টের গাড়ি ভাঙচুর করা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি।
সকালেই সিপিএম নেতা মানিক সরকার অভিযোগ করেন, গ্রামীণ এলাকায় ব্যাপক 'সন্ত্রাস' চালাচ্ছে বিজেপি। ভোটারদের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার পাশাপাশি ভোটদানেও বাধা দেওয়ার অভিযোগ ওঠে।