পাশা বদলে দিল ছত্তীশগড়। সকাল কংগ্রেসের হলেও, বেলা গড়াতে রাজ্যের মানুষের মন ঢোলে আছে বিজেপির দিকে। যা ইঙ্গিত, তাতে শেষ পর্যন্ত কংগ্রেসের হাতছাড়া হতে পারে এই রাজ্য। বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে ছত্তীশগড়ে পাঁচ বছর পর আবার ক্ষমতায় ফিরতে পারে বিজেপি।
ফলের গতিপ্রকৃতি দেখে রাজনৈতিক মহলের দাবি, গ্রামীণ ভোট কংগ্রেসের দিকে গেলেও, শহরে ইভিএম খুলতে বদলে গিয়েছে ছবিটা। একসময় ম্যাজিক ফিগারের খুব কাছে ছিল কংগ্রেস। কিন্তু বেলা বাড়তেই সেখান থেকে পিছিয়ে পড়ছে তারা। উল্টোদিকে, ৯০ আসনের এই বিধানসভায় ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে বিজেপি।
রাজনৈতিক মহলের মতে, পাঁচ বছর আগে এই রাজ্যে চমক দিয়েই সরকার গড়েছিল কংগ্রেস। পাঁচ বছর পর চমক দিয়েই সরকার হারাতে চলেছে তারা। উন্নয়ন তাস এখানেও কাজে লাগাল বিজেপি।