'নামে কী আসে যায়', এ কথা স্বতঃসিদ্ধ হয়ে উঠলেও সত্যিটা হল, নামে অনেককিছুই যায় আসে! কিছু নাম এমনই থাকে বা দেওয়া হয়, যা শুনলেই চমকে উঠতে হয় আপনা থেকেই। এই তালিকায় একেবারের উপরের দিকে থাকবে কর্ণাটকের ভদ্রপুর গ্রামের বাসিন্দাদের নাম। সেই তালিকায় কী নাম নেই! গুগল, গ্লুকোজ, ব্রিটিশ, সুপ্রিম কোর্ট, গুগল থেকে শুরু করে অনিল কাপুর, অমিতাভ বচ্চন পর্যন্ত তালিকায় রয়েছে প্রায় সব নামই!
জানা গিয়েছে, ওই গ্রামের হাক্কি পিক্কি নামের আদিবাসী সম্প্রদায় আজ থেকে ১৫ বছর আগে এই নামগুলি রাখা শুরু করেছিল। কী নাম বেছে নেয় তারা? কোনও রকেট সায়েন্স নেই এতে। যে নাম তাদের শুনতে ভালোলাগে, সেটাই তুলে নিয়ে বসিয়ে দেয় সন্তানের নামে!
কেউ মিষ্টি খেতে ভালোবাসলে সন্তানের নাম রাখল চকোলেটের নামে। কেউ বা কোনও রাজনৈতিক দলের সমর্থক হলে সন্তানের নাম রাখল সেই নামে- এমনটা। এভাবেই চলে আসে বছরের পর বছর। তাতে কুছ পরোয়া নেহি! নিজেদের নাম নিয়ে দিব্যি খুশি ভদ্রপুরের বাসিন্দারা।