বিহারে ভয়ঙ্কর ঘটনা (Bihar Viral video) । দুর্ঘটনায় মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য না পাঠিয়ে, খালে ফেলে দিল পুলিশ । সম্প্রতি, সেরকমই একটি দৃশ্য ভাইরাল হয়েছে নেটমাধ্যমে (Viral Video) । যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা । মুজাফফরপুরের একটি সেতুতে দুর্ঘটনাটি ঘটে ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, দুই পুলিশ কর্মী এক স্থানীয় মানুষের সাহায্যে দেহটি তুলে আনেন । তারপর মৃত ব্যক্তির ক্ষতবিক্ষত দেহটি ওই সেতুর রেলিংয়ের উপর রাখেন । সেইসময় রক্তে ভেসে যাচ্ছে রাস্তা । তারপরই দেখা গেল, মৃতদেহটি খালে ফেলে দিলেন তাঁরা । এমন ঘটনার দৃশ্য সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে । এই ঘটনার ব্যাখ্যাও দিয়েছে পুলিশ ।
বিহারের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির । ময়নাতদন্তের জন্য দেহটি উদ্ধার করতে সেখানে পৌঁছয় পুলিশ । কিন্তু, ভয়াবহ দুর্ঘটনার জন্য মৃতদেহের কিছু অংশ রাস্তার সঙ্গে আটকে যায় । সেকারণেই সেটি পাশের খালে ফেলে দেওয়া হয় ।