অবশেষে চাপের মুখে নতিস্বীকার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। যৌন শিক্ষা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মহিলাদের অসম্মানের অভিযোগ ওঠে। বুধবার বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন নীতীশ।
নীতীশ কুমার জানান, তিনি যা বলেছেন, তা ফেরত নিচ্ছেন। তাঁর কথার ভুল অর্থ বের করা হয়েছে। মহিলাদের শিক্ষার কথা বলেছিলেন বলে দাবি বিহারের মুখ্যমন্ত্রীর। কারও আঘাত লেগে থাকলে ক্ষমাও চান তিনি।
যদিও তিনি ক্ষমা চাওয়ার পরই বিতর্ক থামেনি। আসাদউদ্দিন ওয়েইসি, বিজেপি নেতা বিজয় সিনহা, প্রত্যেকই বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। বিজেপির পক্ষ থেকে পদত্যাগও দাবি করা হয়েছে।