ভারতে পা রেখেই দ্বিপাক্ষিক বৈঠক সেরে নিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার সন্ধে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে ওই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের তরফে বৈঠকের একাধিক ছবিও এক্স মাধ্যমে শেয়ার করা হয় ।
দ্বিপাক্ষিক ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের তরফে ছিলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং অন্যরা।
Read More- দিল্লিতে পৌঁছলেন জো বাইডেন, যোগ দ্বিপাক্ষিক বৈঠকে
G20 সম্মেলনে যোগ দিতে ভারতে এসে পৌঁছন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার সন্ধে ৭টার কিছু আগে তাঁর বিশেষ বিমান দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি সেখান থেকে চলে যান প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানেই দ্বিপাক্ষিক বৈঠক হয়। সূত্রের খবর যুদ্ধবিমান কেনা, ৫ এবং ৬জি প্রযুক্তি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে।