উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের জন্য ভারতীয় রেলের বিশেষ ট্রেন ভারত গৌরব ডিলাক্স গত ২১ মার্চ প্রথমবার যাত্রা করল দিল্লি থেকে। এই বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনটি গুয়াহাটি পেরিয়ে গোটা উত্তর-পূর্ব ভারতে ঘুরে বেড়াবে। ১৫ দিনের যাত্রাপথে এই বিশেষ ট্রেনটি যে যে জায়গায় ঘুরবে সেগুলি হল- অসমের গুয়াহাটি, জোরহাট, কাজিরাঙা। ত্রিপুরার উনাকোটি, আগরতলা এবং উদয়পুর। নাগাল্যান্ডের কোহিমা ও দিমাপুর এবং মেঘালয়ের শিলং ও চেরাপুঞ্জি।
১৫৬ জন পর্যটককে নিয়ে যাত্রা শুরু করেছে এই বিশেষ ট্রেনটি। যাতে রয়েছে একটি মিনি লাইব্রেরি, ফাইন ডাইনিং রেস্তোরাঁ, সেনসর বেসড বাথরুম, কোচগুলির ভিতর স্নানের বিশেষ কিউবিকল ছাড়াও অন্যান্য অত্যাধুনিক সুব্যবস্থা। এই ট্রেনের অন্দরসজ্জা কোনও পাঁচতারা হোটেলের থেকে কম নয়।
দুটি কোচ রয়েছে এই ট্রেনটিতে। এসি টু টায়ার এবং এসি ফার্স্টক্লাস। এসি টু টায়ারের ভাড়া যাত্রীপিছু ১ লক্ষ ৬ হাজার ৯৯০ টাকা। এসি ওয়ান কেবিনে যাত্রীপিছু ভাড়া ১ লক্ষ ৩১ হাজার ৯৯০ টাকা এবং এসি ওয়ান কুপে যাত্রীপিছু ভাড়া ১ লক্ষ ৪৯ হাজার ২৯০ টাকা। এই ভাড়াগুলির মধ্যে হোটেলে থাকা, রেলযাত্রা, ঘোরা, খাওয়া এবং যাত্রাবিমার খরচ ধরা আছে।