রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিল বিজেপি । মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের পর রাজস্থানেও আনা হল নতুন মুখ । শোনা যাচ্ছিল, ফের মসনদে বসবেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া (Vasundhara Raje Scindia) । বসুন্ধরা রাজে ছাড়াও মুখ্যমন্ত্রীর পদের লড়াইয়ে নাম ছিল কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, গজেন্দ্র সিং শেখাওয়াত, অশ্বিনী বৈষ্ণবেরও । কিন্তু, ব্রাহ্মণ নেতার উপরই আস্থা দেখালেন বিজেপি নেতৃত্ব । মরুরাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন ভজনলাল শর্মা ।
মঙ্গলবার জয়পুরের সর্দার পটেল মার্গে বিজেপির রাজ্য দফতরে সদ্যজয়ী বিধায়কদের নিয়ে বৈঠক হয় । সেখানেই রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয় । জয়পুরের সঙ্গনের বিধানসভা থেকে এ বারেই প্রথম জিতেছেন ভজনলাল। এদিন রাজ্যস্থানের মুখ্যমন্ত্রীর পাশাপাশি ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের প্রবণতা বজায় রেখেই দুই উপমুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করা হয়েছে ।