ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলেছিলেন প্রেমিক। চুপিসারে প্রেমিকের ফোন থেকে ওই ছবি ডিলিট করতে গিয়ে আঁতকে উঠলেন প্রেমিকা। দেখলেন, শুধু তিনি নিন। একাধিক মহিলার নগ্ন ছবিতে ভর্তি প্রেমিকের ফোনের গ্যালারি। যার মধ্যে রয়েছে তাঁদের অফিসের সহকর্মীদেরও ছবি। বেঙ্গালুরুর ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই তরুণ-তরুণী দু'জনে একই অফিসে চাকরি করতেন। ধীরে ধীরে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। এরপরেই প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলেন ওই তরুণ।
আরও পড়ুন - মাঝ আকাশে স্বামী-স্ত্রীর ঝগড়া,ব্যাঙ্ককগামী বিমানের জরুরি অবতরণ দিল্লিতে
প্রেমিককে না জানিয়ে গ্যালারি থেকে ওই ছবি ডিলিট করতে গিয়ে হাত কেঁপে যায় তরুণীর। অফিসের ঊর্ধ্বতনকে পুরো ব্যাপারটা জানান তিনি। সব শুনে সবাই অবাক হয়ে যান। থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।