উবার বিল ১৬ হাজার টাকারও বেশি। ভাবতে পারছেন? অনেকের বেতনও হয়তো এতটা নয়। এমনই একটি স্ক্রিনশট প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই সেই স্ক্রিনশট ভাইরাল।
কী ঘটেছে?
বেঙ্গালুরুর বাসিন্দা বনশিতা নামের এক মহিলা তাঁর এক্স হ্যান্ডেলে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছ, জুলাইয়ের ১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত তাঁর উবারের বিল হয়েছে মোট ১৬ হাজার ৬৬১ টাকা। তিনি ক্রেড নামের একটি ফিনান্স অ্য়াপ ব্যবহার করেন। যার মাধ্যমে পুরো খরচের হিসেব রাখা সম্ভব হয়েছে।
টুইটে কী লেখা রয়েছে?
বনশিতা যে টুইট করেছেন সেখানে একটি স্ক্রিনশট দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, "আমি কোনভাবেই আমার উবারের খরচ বিশ্বাস করতে পারছি না। আমি বাড়ি ভাড়ার জন্য যা খরচ করি, উবারে তার অর্ধেকের থেকেও বেশি খরচ হয়েছে।"
এই পোস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত ৭৪ বার যাতায়াত করেছেন তিনি। সেখানে এক্স ব্যবহারকারী একাধিক ব্যবহারকারী কমেন্টও করেছেন।
সেখানে এক ব্যক্তি লিখেছেন, এর থেকে একটি বাইক কিনে নেওয়া সুবিধার। কারণ সেক্ষেত্রে EMI-ও কম হবে। অন্য একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, যাতায়াতের খরচ ৭০০ টাকা। আমাকে রোজ অফিস যেতে হয়না যা সত্যিই সৌভাগ্যের।