অ্যাপ গাড়ি চালকদের আচরণ নিয়ে হামেশাই অভিযোগ করে থাকেন দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীরা। জালিয়াতি থেকে শারীরিক নিগ্রহ- অভিযোগের যেন কোনও শেষ নেই! এবার, বেঙ্গালুরুর সাম্প্রতিক একটি ঘটনা যেন সেই ধারাকেই নতুন করে মান্যতা দিল। ওলা অ্যাপের মাধ্যমে অটো বুক করার পর সেই রাইডটা শেষ মুহূর্তে ক্যানসেল করে দিয়েছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা দুই মহিলা। তারপরই সেই অটোচালক তাঁদের দুজনের সঙ্গে অশালীন আচরণ করেন এবং একজন মহিলাকে চড় মারেন বলে অভিযোগ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত অটোচালক ওই মহিলার সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এবং মহিলার ফোন কেড়ে নিতে উদ্যত হয়েছেন। জানা গিয়েছে, অভিযুক্ত অটোচালককে ইতিমধ্যই গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত চালকের নাম আর মুথুরাজ।
অভিযোগ, শেষ মুহূর্তে রাইড ক্যানসেল করে দেওয়ায় মেজাজ হারান ওই অটো চালক। তিনি পিছু নেন দুজনের। তার পর তাঁদের উদ্দেশে চেঁচিয়ে গালাগালি দিতে থাকেন। কুমন্তব্যও করেন। বলেন- 'তেরা বাপ দেতা হ্যায় কেয়া গ্যাস কে প্যায়সে'?! একজন মহিলা ঘটনাটির ভিডিও করতে থাকেন নিজের ফোনে। সেটা নজরে আসতেই অভিযুক্ত চেষ্টা করেন ফোনটি কেড়ে নিতে। তার পরই চড় মারেন ওই মহিলাকে।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পরই তীব্র প্রতিক্রিয়া দেন বিভিন্ন বয়সী নেটিজেনরা। তাঁরা অনেকেই সমর্থন জানিয়েছেন ওই মহিলাকে। তবে, কেউ কেউ প্রশ্ন তুলেছেন, শেষ মুহূর্তে রাইড ক্যানসেল করার ফলে যে 'ক্ষতি'র সম্মুখীন হতে হয় চালকদের, তা শুধুই আর্থিক নয়। তা মানসিকও। তাই একটা নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর যাতে অ্যাপগুলিতে রাইড ক্যানসেল করার অপশন না রাখা হয়, সেই কথাও বলেন কেউ কেউ।