এক জ্যোতিষের বিরুদ্ধে প্রায় ৮ লাখ টাকা প্রতারণার অভিযোগ তুললেন এক তরুণী। তাঁর অভিযোগ, কালাজাদুর মাধ্যমে তাঁর প্রাক্তন প্রেমিককে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন আবদুল নামে এক জ্যোতিষী। এবং তার পরিবর্তে ধাপে ধাপে ৮ লাখ ২০ হাজার টাকা নিলেও কোনও লাভ হয়নি। ঘটনাটি বেঙ্গালুরুর জালাহাল্লি এলাকায়। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।
তাঁর অভিযোগ, তাঁর প্রাক্তন প্রেমিকের অন্যত্র বিয়ে হয়েছে। কিন্তু তাঁকে ফিরিয়ে এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আবদুল। এরজন্য কালাজাদু করার পরামর্শ দেন এবং তরুণী ও তাঁর প্রেমিকের ঘনিষ্ঠ ছবি আদায় করেন। এরপর সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করতে থাকেন।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। আবদুল ছাড়াও তাঁর দুই সঙ্গীও এই কাজে লিপ্ত বলে জানিয়েছেন। এরপর তাঁদের আটকও করা হয়। আবদুলের পালটা দাবি, বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করার জন্য চাপ দিতেন ওই তরুণী। এবং তারজন্য পারিশ্রমিক বাবদ ওই টাকা নিয়েছিলেন। যদিও ওই টাকা ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন আবদুল।