সারা দেশ তখন দীপাবলি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় রবিবার সকালে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। পরপর দুটি বাইককে সজোরে ধাক্কা মারল একটি এসইউভি গাড়ি। ঘটোনায় ৪ জন আহত হয়েছেন।
বেঙ্গালুরুর হুলিমাভু এলাকার ঘটনা। রবিবার সকালের ব্যস্ত রাস্তা, এরই মধ্যে দুটি বাইককে ধাক্কা মারল এক এসইউভি। আহতদের নাম জসমিতা, কিরণ, বসন্ত।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে কালেনার অগ্রহারা চত্বরে। এসইউভি-র চালক অভিষেক আগরওয়াল গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মেরেছিল বলে জানা গিয়েছে।