হাতে ছিল ১৩ ঘণ্টা, বেঙ্গালুরুর (Bengaluru) প্রতিটি জিপিএস (GPS) পয়েন্ট ছুঁয়ে গেলেন বেঙ্গালুরুর বাসিন্দা বিকাশ রুপারেলিয়া (Vikas Ruperrelia)। মোট হাঁটতে হয়েছে ৭৩ কিলোমিটার, দেশের স্বাধীনতা উদযাপনের ৭৬ বছরটাকে মনে রাখার মতো করে তুলতেই এমন অভিনব উদ্যোগ ছিল বিকাশের।
১৩ ঘণ্টা ২৫ মিনিটে বিকাশ হেঁটেছেন ৮৩,৭৭৪ পা। সেই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় টুইটও করেছেন বিকাশ। এমন উদ্যোগে বিকাশ পাশে পেয়েছেন নিজের বন্ধু এবং পরিবারকে।
Chandrayaan 3 : চন্দ্রযানের সাফল্য কামনায় দেশজুড়ে প্রার্থনা, বিদেশও তাকিয়ে বিক্রমের দিকে
শহরের সমস্ত জিপিএস পয়েন্ট ছুঁতে বিকাশ সাহায্য নিয়েছেন স্ট্রাভা অ্যাপের।