ধুতি পরে একটি শপিং মলে গিয়েছিলেন এক ব্যক্তি। উদ্দেশ্য ছিল ওই মলের একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখবেন। অভিযোগ, ধুতি পরে যাওয়ায় তাঁকে মলে ঢুকতে দেওয়া হয়নি। চলতি সপ্তাহেই ওই ঘটনা প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় বয়ে যায়। এবার ওই শপিং মল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর GT ওয়ার্ল্ড মলে। সেখানে ছেলের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন ৬২ বছর বয়সী ফকিরাপ্পা। তাঁর বাড়ি হাভেরি জেলায়। কিন্তু ওই মলে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
এবিষয়ে ফকিরাপ্পা জানিয়েছেন, তিনি পেশায় একজন চাষি। এবং সিনেমা দেখতে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, শুধুমাত্র ধুতি পরে যাওয়ার জন্য তাঁকে ধুকতে দেওয়া হয়নি।
তাঁর আরও অভিযোগ, ওই মলের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, ওই পোশাক পরে ঢুকতে দেওয়া যাবে না। কারণ প্রত্যেক শপিং মলে নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই কারণেই ঢুকতে দেওয়া হয়নি তাঁকে।
এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই ওই মল কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করল বেঙ্গালুরু মহানগর পালিকা। জানা গিয়েছে, দেড় কোটি টাকারও বেশি কর বকেয়া রয়েছে ওই মলের। আর সেকারণে মলটি বন্ধ করে দেওয়া হয়েছে।
বেঙ্গালুরু মহানগর পালিকার এক আধিকারিক জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবর্ষে ১.৭৮ কোটি টাকা কর বকেয়া রয়েছে। আগে একবার এবিষয়ে জানানো হয়েছিল। কিন্তু মল কর্তৃপক্ষ টাকা মেটায়নি। সেই কারণেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।