টাকা ধার করে আইপিএলে বেটিং করেছিলেন বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ার। বেটিং-এর এমনই নেশা যে, ধার করেও চলতে থাকে সেই খেলা। ধার করতে করতে দেনার পরিমাণ ছাড়িয়ে যায় কোটি টাকা। অভিযোগ, সেই টাকা আদায়ের জন্য পাওনাদাররা বাড়ি এসে চাপ দিতে আরম্ভ করলে ওই ইঞ্জিনিয়ারকে না পেয়ে তাঁর স্ত্রী'কে হেনস্তা করেন। সেই অভিযোগ তুলে আত্মহত্যা করলেন বেঙ্গালুরুর ওই ইঞ্জিনিয়ারের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, ওই ইঞ্জিনয়ারের নাম দর্শন বালু। তিনি অনলাইন বেটিং করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এই নেশার কারণেই ধারের পরিমাণ বাড়তে থাকে। প্রায় দেড় কোটি টাকা ধার হয়ে যায় দর্শনের। যদিও তাঁর শ্বশুরের অভিযোগ, দর্শনকে ফাঁসানো হয়েছে।
পুলিশ জানায়, দর্শনের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেটি তাঁর স্ত্রী লিখেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেই সুইসাইড নোটে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃত মহিলা। আপাতত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।