এটিএম (ATM) কেটে টাকা চুরি করতে গিয়ে ১৯ লক্ষ টাকা পুড়িয়ে ফেলল দুষ্কৃতীরা। বেঙ্গালুরুতে (Bengaluru) এই ঘটনাটি ঘটেছে। দুষ্কৃতীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটিএমটির ভিতরে ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট মিলিয়ে মোট ছ’হাজার নোট ছিল। ১০০ টাকার নোট ছিল ২,৯৬৫টি, ২০০ টাকার নোট ছিল ১,৯১১টি এবং ২,৫৭৩টি ছিল ৫০০ টাকার নোট। সব মিলিয়ে এটিএমটিতে ছিল ১৯ লক্ষ ৬৫ হাজার টাকা।
আরও পড়ুন: এসএসসি নিয়োগে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের তদন্তে ইডি
দুষ্কৃতীরা এটিএমের স্টিলের দেওয়াল কেটে টাকা বার করার জন্য গ্যাসকাটার নিয়ে এসেছিল। গ্যাসকাটার দিয়ে এটিএমের দেওয়াল কাটার কাজও শুরু করে তাকা। কিন্তু কিন্তু সেই গ্যাসকাটারের আগুনেই সমস্ত টাকা পুড়ে ছাই হয়ে যায়। ফলে তাদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়।