যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুতে টনক নড়েছে UGC থেকে শুরু করে শিশু সুরক্ষা কমিশনের। এই আবহেই এবার আরও এক বাংলার পড়ুয়ার রহস্য মৃত্যুর খবর সামনে এসেছে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওড়ার ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে রহস্য মৃত্যু হয় মেদিনীপুরের সৌরদীপ চৌধুরীর। পরিবারের অনুমান, অত্যাধিক ব়্যাগিংয়ের শিকার হয়েই প্রাণ গিয়েছে সৌরদীপের। যাদবপুর ঘটনার পর সৌরদীপের মৃত্যুর বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছে মৃত যুবকের পরিবার।
Arijit Singh: এমিনেম, রিহানাদের পিছনে ফেলে, স্পটিফাইয়ের সেরার তালিকায় তিনে অরিজিৎ সিং
জানা গিয়েছে, চলতি বছরেই মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সৌরদীপ, অর্থাৎ তিনিও ছিলেন প্রথম নরসের পড়ুয়া। উচ্চমাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৭৫%, এরপর ভিন রাজ্যের ওই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। সপ্তাহ খানেকের মধ্যেই তাঁর বাবার কাছে ফোন আসে বিশ্ববিদ্যালয়ের ১১ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সৌরদীপের। প্রশ্ন উঠছে তবে কি একধিক বিশ্ববিদ্যালয়, কলেজই এই ব়্যাগিং পুষছে ?