Mamata Banerjee: দেশের স্বার্থে কেন্দ্রের পাশে থাকবে বাংলা, প্রধানমন্ত্রীর বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

Updated : Dec 12, 2022 23:14
|
Editorji News Desk

রাজনৈতিক ইস্যুতে অনেক মতপার্থক্য। দেশের সম্মানের প্রশ্নে কেন্দ্রের পাশে থাকার বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । সোমবার জি-২০ সম্মেলনে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, দেশের সম্মানের প্রশ্নে কেন্দ্রকে সবরকম সাহায্য করা হবে। 

২০২৩ সালে ভারতের জি-২০ সম্মেলনের (G20 Summit) আসর বসবে। আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চে কীভাবে দেশের ঐতিহ্যকে তুলে ধরা হবে, কীভাবে অতিথিদের আপ্যায়ন করা হবে, তা নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে ৫ মিনিট বক্তব্যও রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সাংসদ থাকাকালীন বিদেশে অনেক আলোচনাচক্রে অংশ নিয়েছিলেন। এই ধরনের সম্মেলন আয়োজন করার অভিজ্ঞতা আছে। সবরকম ভাবে কেন্দ্রকে সাহায্য করবেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এটা দলীয় কর্মসূচি নয়। এটা দেশের ব্যাপার। দেশের সম্মান আগে।

সূত্রের খবর,  জি-২০ প্রস্তুতি বৈঠকে বক্তব্য রেখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন, সীতারাম ইয়েচুরি, মল্লিকার্জুন খাড়্গে, এইচডি দেবগৌড়া, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডুর মতো রাজনৈতিক নেতারা।

আরও পড়ুন: রাজ্যের ২২ জেলায় হবে আয়ুষ টেলিমেডিসিন সেন্টার, টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী 

প্রধানমন্ত্রীর ওই বৈঠক শেষ করে সোমবার রাতে দিল্লি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁর রাজস্থান সফরের পরিকল্পনা আছে মুখ্যমন্ত্রীর। আজমেঢ় ও পুস্কর যেতে পারেন তৃণমূল নেত্রী। ব্রহ্ম মন্দিরে পুজো দেওয়ার কথা তাঁর। সেদিনই রাজস্থান থেকে দিল্লি ফিরবেন মুখ্যমন্ত্রী। রাজধানীতে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। বুধবার দলের সাংসদদের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর।

G20 meetingNarendra ModiMamata BanerjeeG20

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক