রাজনৈতিক ইস্যুতে অনেক মতপার্থক্য। দেশের সম্মানের প্রশ্নে কেন্দ্রের পাশে থাকার বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । সোমবার জি-২০ সম্মেলনে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, দেশের সম্মানের প্রশ্নে কেন্দ্রকে সবরকম সাহায্য করা হবে।
২০২৩ সালে ভারতের জি-২০ সম্মেলনের (G20 Summit) আসর বসবে। আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চে কীভাবে দেশের ঐতিহ্যকে তুলে ধরা হবে, কীভাবে অতিথিদের আপ্যায়ন করা হবে, তা নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে ৫ মিনিট বক্তব্যও রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সাংসদ থাকাকালীন বিদেশে অনেক আলোচনাচক্রে অংশ নিয়েছিলেন। এই ধরনের সম্মেলন আয়োজন করার অভিজ্ঞতা আছে। সবরকম ভাবে কেন্দ্রকে সাহায্য করবেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এটা দলীয় কর্মসূচি নয়। এটা দেশের ব্যাপার। দেশের সম্মান আগে।
সূত্রের খবর, জি-২০ প্রস্তুতি বৈঠকে বক্তব্য রেখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন, সীতারাম ইয়েচুরি, মল্লিকার্জুন খাড়্গে, এইচডি দেবগৌড়া, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডুর মতো রাজনৈতিক নেতারা।
আরও পড়ুন: রাজ্যের ২২ জেলায় হবে আয়ুষ টেলিমেডিসিন সেন্টার, টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর ওই বৈঠক শেষ করে সোমবার রাতে দিল্লি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁর রাজস্থান সফরের পরিকল্পনা আছে মুখ্যমন্ত্রীর। আজমেঢ় ও পুস্কর যেতে পারেন তৃণমূল নেত্রী। ব্রহ্ম মন্দিরে পুজো দেওয়ার কথা তাঁর। সেদিনই রাজস্থান থেকে দিল্লি ফিরবেন মুখ্যমন্ত্রী। রাজধানীতে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। বুধবার দলের সাংসদদের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর।