আগরতলায় নামার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে গিয়েছিল আগরতলার বিমানবন্দরে। তাই গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে নামল অমিত শাহের বিমান।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় বৃহস্পতিবার ‘জন বিশ্বাস যাত্রা’ নামে দু’টি রথযাত্রার সূচনা করার কথা রয়েছে অমিতের। সে কারণেই বুধবার রাতে আগরতলা পৌঁছনোর কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানবন্দর চত্বরে দৃশ্যমানতা প্রায় শূন্যে গিয়ে পৌঁছয়। ফলে তাঁর বিমান ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে। সেখানেই রাত কাটান তিনি।
ত্রিপুরা বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আগরতলায় পৌঁছবেন অমিত। ‘জন বিশ্বাস যাত্রা’র সূচনার পর বৃহস্পতিবার বিকেলেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন।