২০১৫ সালে অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের পেনশন সুবিধা দেওয়ার লক্ষ্যে চালু হয়েছি অটল পেনশন যোজনা (Atal Pension Yajana)। তাতেই কিছু বদল আনল কেন্দ্র। সেই প্রকল্পের দরজাই আয়করদাতাদের (Incometax payer) জন্য বন্ধ করে দিল কেন্দ্র। বুধবার বিজ্ঞপ্তি জারি করে অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে কেন্দ্রের নয়া সিদ্ধান্ত। তবে ইতিমধ্যে যারা প্রকল্পভুক্ত, তাঁদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য নয়। ১ অক্টোবর থেকে নয়া নিয়ম কার্যকর হচ্ছে।
কেন্দ্রের এই ঘোষণার পরেই সমালোচনার ঝড় উঠেছে দেশে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, এর ফলে এমন অনেকে এই আর্থিক সুরক্ষা থেকে বঞ্চিত হবেন, যাঁদের জন্য প্রকল্পটি জরুরি ছিল। বিশেষ করে বর্তমান আর্থিক সঙ্কটের আবহে।
Parambrata-Darshana: ইন্ডাস্ট্রিতে পরমব্রত বোন পাতালেন? এই রাখিতে দাদার কত পকেট খসল?
অ্যাকাউন্ট খুলে ব্যাঙ্ক ও ডাকঘরের মাধ্যমে অটল পেনশনে শামিল হওয়া যায়। আবেদনকারীর নাম অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পে না থাকলে তবেই এই প্রকল্পভুক্ত হয়া যায়। রাজকোষে রাশ টানতেই কি এমন পদক্ষেপ, প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
নয়া নিয়ম
আগামী ১ অক্টোবর থেকে কোনও আয়করদাতা অটল পেনশন যোজনায় যোগ দিতে পারবেন না।
ওই দিন বা তার পরে তেমন কোনও লগ্নিকারী নাম লেখালে, তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তহবিলে জমা পড়া টাকা ফেরত দেওয়া হবে।
তবে কোনও করদাতা আগেই প্রকল্পের আওতায় এলে, তাঁদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না।
সামাজিক সুরক্ষা যাঁদের প্রয়োজন, শুধু তাঁদের হাতে তুলে দেওয়াই নিয়ম বদলের উদ্দেশ্য, দাবি কেন্দ্রের।