তাদের দিল্লি ও মুম্বই দফতরে আয়কর হানা (BBC IT raid) নিয়ে মঙ্গলবার বিবৃতি জারি করল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি। লন্ডন থেকে জারি করা বিবৃতিতে দাবি করা হয়েছে, ভারতীয় সংস্থার সঙ্গে তারা সবরকম সহযোগিতা করছে। ওই বিবৃতিতে একইসঙ্গে দাবি করা হয়েছে, এই সমস্যার খুব দ্রুতই সমাধান হবে বলে আশা করছেন তাঁরা। এ দিন সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই রাজধানী দিল্লি ও বাণিজ্যনগরী মুম্বইতে বিবিসি'র কার্যালয়ে আয়কর হানা হয়। যদিও এই ঘটনাকে 'হানা' নয়, 'সমীক্ষা' বলেই দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা।
আরও পড়ুন: 'বিনাশকালে, বিপরীত বুদ্ধি' বিবিসি'র দফতরে আয়কর হানা নিয়ে তোপ জয়রাম রমেশের
উল্লেখ্য,মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে এগারোটার মধ্য়ে এই হানা হয়েছে। সমস্ত কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু দিল্লি নয় ব্রিটিশ সংবাদমাধ্যমের মুম্বইয়ের দফতরেও হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা। একটি জাতীয় সংবাদমাধ্যমের খবর, আন্তর্জাতিক স্তরে কর ফাঁকির অভিযোগেই বিবিসির দিল্লি ও মুম্বইয়ের দফতরে হানা দিয়েছেন আয়কর কর্তারা।