জুলাই (July Bank Holiday) মাসে ক'দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক ? প্রত্যেক মাসের মতো এ মাসেও ছুটির তালিকা প্রকাশ করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । জুলাইয়ে ৩১ দিনের মধ্যে ১৫ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক । চেক জমা দেওয়া, টাকা তোলা ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ কাজ সারতে ব্যাঙ্কে (Bank Holiday) যাওয়ার আগে একনজরে দেখে নিন জুলাইয়ের ছুটির তালিকা ।
২ জুলাই : রবিবার, সাপ্তাহিক ছুটি
৫ জুলাই : গুরু হরগোবিন্দজির জন্মদিন (জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক)
৬ জুলাই : মিজো হামিছে ইনসুইখওম পাওল (MHIP) দিবস (মিজোরামে বন্ধ )
৮ জুলাই : দ্বিতীয় শনিবার
৯ জুলাই: রবিবার
১১ জুলাই : কের পূজা (ত্রিপুরা)
১৩ জুলাই : ভানু জয়ন্তী (সিকিম)
১৬ জুলাই : রবিবার
১৭ জুলাই : ইউ তিরোট সিং ডে- মেঘালয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
২১ জুলাই : ড্রুকপা সে-জি- সিকিমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
২২ জুলাই : চতুর্থ শনিবার
২৩ জুলাই : রবিবার
২৮ জুলাই : আশুরা (জম্মু ও শ্রীনগর)
২৯ জুলাই : মহরম (ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, নয়াদিল্লি, রাজস্থান, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, তেলাঙ্গানা ও বেশ কয়েকটি শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে )
৩০ জুলাই : রবিবার