হিজাব বিতর্কের(Hijab Controversy) মধ্যেই আবার উত্তেজনা ছড়ালো কর্নাটকের শিবমোগায়(Shivamogga)। রবিবার শিবমোগায় খুন হয়েছেন হিন্দুত্ববাদী সংগঠনের(Bajrang dal) এক যুব কর্মী।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ন'টা নাগাদ খুন হন বজরং দলের(Bajrang Dal) কর্মী হর্ষ। জানা গেছে, কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত(Dead) বলে ঘোষণা করেন। এরপরই শিবমোগা(Shivamogga) শহরের সিগেহাট্টি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়িতে আগুন(Fire) লাগানো হয়। অশান্তির আশঙ্কায় ইতিমধ্যেই এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।
আরও পড়ুন- KCR meets Uddhav: বিরোধী ঐক্যের সলতে পাকানোর কাজে হাত লাগালেন উদ্ধব-কেসিআর, বৈঠক মুম্বইয়ে
পুলিশ(Police) সূত্রে আরও জানা গেছে, খুনের তদন্তে একটি বিশেষ দল(Investgation Team) গঠন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী(Police Force)। প্রাথমিক তদন্তে পুলিশের(Police) অনুমান, এই খুনের ঘটনায় জড়িত রয়েছেন চার থেকে পাঁচজন।