গোটা বিশ্বেই স্কুলপড়ুয়াদের চাপ কমাতে ব্যাগের বোঝা কমানোর নীতি নিয়ে আলোচনা চলছে। এবার পিছিয়ে থাকল না ভারতও!
আগামী শিক্ষাবর্ষ থেকে মধ্যপ্রদেশ সরকার সপ্তাহের একটি দিন 'ব্যাগ লেস স্কুল' চালু করছে। ওইদিন পড়ুয়ারা ব্যাগ ছাড়াই স্কুলে আসবে। সরকারি-বেসরকারি সব স্কুলকেই এই নীতি মানতে হবে।
WPL: গুজরাটকে উড়িয়ে দিয়ে লিগ শীর্ষে মুম্বই, ছয় মেরে ম্যাচ জেতালেন হরমনপ্রীত
সপ্তাহের অন্যদিনগুলিতেও বেঁধে দেওয়া হচ্ছে পড়ুয়াদের ব্যাগের ওজন। প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের ব্যাগের ওজন হতে হবে ১.৬ কেজি- ২.২ কেজি। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়ারা ১.৭ থেকে ২.৫ কেজির ব্যাগ আনতে পারবে। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা ২ থেকে ৩ কেজি ওজনের ব্যাগ আনতে পারবে। অষ্টম শ্রেণির পড়ুয়ারা আনতে পারবে আড়াই থেকে চার কেজি ওজনের ব্যাগ।
নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য ব্যাগের সর্বোচ্চ ওজন আড়াই থেকে সাড়ে ৪ কেজি।