অন্তঃসত্তা মায়ের গর্ভ থেকে জন্ম নিল চার হাত-চার পা বিশিষ্ট শিশুকন্যা। দুটি হার্ট ছিল সদ্যোজাতর। বিহারের ছাবড়া জেলার ঘটনায় অবাক চিকিৎসকেরাও। জন্মের কিছুক্ষণ পর মৃত্যু হয় সদ্যোজাতর। জন্মের পর সদ্যোজাতকে দেখতে ভিড় করেন উৎসাহী জনতা।
শ্যামচকের সঞ্জীবন নার্সিং হোমে সন্তান প্রসব করেন প্রিয়া দেবী, এটি ছিল তাঁর প্রথম সন্তান। নির্দিষ্ট সময়ে প্রসব যন্ত্রণা না হওয়ায় সিসেকশনের মাধ্যমে চিকিৎসকেরা শিশুটির জন্ম দেন।
Debleena Dutt: একই ধারাবাহিকে দুই বিপরীত মেরুর চরিত্র, কীভাবে সামলাবেন দেবলীনা দত্ত?
সঞ্জীবনী নার্সিং হোমের ডিরেক্টর ডঃ অনীল কুমার জানিয়েছেন, এটি খুবই বিরল এক ঘটনা।