পরিবারের সম্মান রক্ষা করতে বাবা-ই গুলি করে হত্যা করেছে মেয়েকে। কারণ ভিন্ন জাতে বিয়ে করেছিল মেয়ে। এরপরেই মেয়ের মৃতদেহ স্যুটকেসে ভরে রাস্তায় ফেলে দেন। যমুনা এক্সপ্রেসওয়েতে স্যুটকেসবন্দি মৃত দেহ আয়ুষী চৌধুরী খুনের কিনারা করল পুলিশ।
মেয়েকে খুনের অভিযোগে তাঁর বাবা, মা-কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি আয়ুষী চৌধুরী-র বাবা নীতীশ যাদব জেরার মুখে স্বীকার করে নিয়েছেন খুনের কথা। জানিয়েছেন, ভিন্ন জাতে মেয়ের বিয়ে নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এর মাঝেই নিজের লাইসেন্সড বন্দুক দিয়ে মেয়েকে গুলি করে হত্যা করেছেন তিনি। এই ঘটনায় পরিবারের আরও দুই সদস্য জড়িত বলে জানা গিয়েছে।
শুক্রবার উত্তরপ্রদেশের মথুরা থানা এলাকায় একটি পরিত্যক্ত স্যুটকেস উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই স্যুটকেসের ভিতর থেকে প্লাস্টিকে মোড়া এক তরুণীর দেহ উদ্ধার করে। তরুণীর মুখ রক্তাক্ত, গোটা শরীরে মারধরের চিহ্ন, বুকে গুলির ক্ষতর চিহ্ন মেলে।
ওই তরুণীর পরিচয় জানতে তদন্ত শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সাঁটানো হয় পোস্টার। এরপর জানা যায়, দেহটি দক্ষিণ দিল্লির বদরপুরের বাসিন্দা আয়ুষী চৌধুরীর। দেহ শনাক্তকরণের জন্য তরুণীর বাড়ি পৌঁছয় পুলিশ।
জানা যায়, গায়েব রয়েছেন আয়ুষীর বাবা নীতেশ। এরপর তাঁর মা এবং ভাইকে নিয়ে মথুরা পৌঁছয় পুলিশ। এরপর নীতীশের খোঁজ মিলতে পরিবারের তিন জনকে নিয়ে দেহ শনাক্তকরণ করে পুলিশ। এর পর খুনের অভিযোগে আরুষী বাবা এবং মাকে গ্রেফতার করা হয়।