শুধু রামমন্দিরই নয়, তার সঙ্গেই অযোধ্যা জুড়ে নানারকম প্রাচীন গাছও লাগানোর পরিকল্পনা করেছে অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটি। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের দিন সেখানে আসা সমস্ত মানুষ যাতে 'প্রাচীন অযোধ্যা'-কে অনুভব করতে পারেন, তার জন্যই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
সেই কারণেই, অন্তত, ৫০ হাজার গাছের চারার বিপুল অর্ডার দেওয়া হয়েছে। যা খুব শীঘ্রই পৌঁছে যাবে অযোধ্যায়।
নার্সারির ডিরেক্টর রামপ্রকাশ রাঠোর বলেন, "এই মুহূর্তে ৫০ হাজার চারার অর্ডার রয়েছে। আরও বিভিন্নধরনের চারা আসবে। একাধিক গাড়িতে করে অতি যত্নে নিয়ে আসা হবে এই বিপুল পরিমাণ চারা'।
রামায়ণে যে সব গাছের বর্ণনা রয়েছে, সেই প্রাচীন গাছগুলিকে এনে অযোধ্যায় স্থাপন করাই মূল উদ্দেশ্য বলে জানান অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান বিশাল সিং।