ইতিহাসের (August 19) বিভিন্ন তারিখের প্রাসঙ্গিকতা বিভিন্নরকম। এক-একটি দিন এক বা একাধিক বিশেষ ঘটনায় রঙিন। ১৯ আগস্ট কোন বড় ঘটনা ঘটেছিল? কী কী কারণে আজকের দিনটি বিশেষ? জেনে নেওয়া যাক ইতিহাস।
এই দিনে অর্থাৎ ১৭৫৭ সালের ১৯ অগাস্ট ১ টাকার প্রথম কয়েন (First coin) জারি করা হয়েছিল। যে ১ টাকার মুদ্রাটি আপনি ব্যবহার করেন, তা এই দিনেই বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল। উল্লেখ্য, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে জয়ের পর ইংরেজরা বাংলা ও বিহারে শাসনের অধিকার পায়। বাংলার নবাবের সঙ্গে একটি চুক্তির ভিত্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি (East India company) বাণিজ্যের সুবিধার্থে এই টাঁকশালের ভিত্তি স্থাপন করেছিল।
আরও পড়ুন: নেতাজি অন্তর্ধান, হিলিয়াম আবিষ্কার, ২ দিনের টেস্ট, ইতিহাসের চোখে ১৮ অগাস্ট
মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রেও আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ১৯ অগাস্ট ১৯৬০ সালে রাশিয়ান মহাকাশ মিশন স্পুটনিক-৫ এর মাধ্যমে দুটি কুকুর, দুটি ইঁদুর, একটি খরগোশ এবং কিছু মৌমাছিকে মহাকাশে পাঠানো হয়েছিল। তাদের সবাইকে স্পেসস্যুট পরে মহাকাশে পাঠানো হয়েছিল। পরে, রাশিয়ার মহাকাশ বিজ্ঞানীরা বলেছিলেন যে এই পুরো যাত্রায় সবথেকে বেশি স্বচ্ছন্দ ছিল ওই দুই কুকুর। মহাকাশ থেকে ফিরে আসার পর যারা বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠে।
১৯ অগাস্ট ১৯৪৯-এ কটক থেকে পরিবর্তন করে ভুবনেশ্বরকে ওড়িশার রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যে শহরের স্থপতি ছিলেন অটো কোনিগ্সবার্গার।