উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনার পুনরাবৃত্তি এবার ওড়িশার (Odisha) খুরদায় । অভিযোগ, চিলকার বরখাস্ত বিধায়ক তথা বিজেডি (BJD) নেতা প্রশান্ত জগদেবের (Prashant Jagdev) গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন কমপক্ষে ২৪ জন । আহতের মধ্যে রয়েছেন কয়েকজন পুলিশও । ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । বিধায়ককে পাল্টা মারধরের অভিযোগ উঠছে। তাঁর গাড়িও ভাঙচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী ।
শনিবার, ব্লক চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য গাড়িতে করে বানপুরে যাচ্ছিলেন বিজেডি নেতা প্রশান্ত জগদেব । নির্বাচনকে কেন্দ্র করে ব্লক অফিসের সামনে প্রচুর ভিড় ছিল । ভিড়ের মধ্যে সাধারণ মানুষ থেকে বিজেপি সমর্থক, পুলিশ ছিলেন । আচমকাই সেই ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে পড়েন তিনি । তাঁর গাড়ির ধাক্কায় কম-বেশি ২৪ জন আহত হয়েছে ।
আরও পড়ুন, Jabalpur runway: পিছলে গেল চাকা, জবলপুরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমান
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন ১৫ জন বিজেপি কর্মী, একজন বিজেডি কর্মী এবং সাতজন পুলিশ । এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী । ওই বিজেডি নেতাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় । গাড়ি ভাঙচুর করা হয় । ঘটনাস্থল থেকে ওই অভিযুক্তকে উদ্ধার করে ভুবনেশ্বরের হাসপাতালে ভরতি করা হয়েছে ।
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে চিলকায় এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগে বিজেডি থেকে জগদেবকে বরখাস্ত করা হয় । এই ঘটনার এক মাস পরে তাঁকে গ্রেফতারও করা হয়েছিল ।