দিল্লির জলসমস্যা নিয়ে টানা পাঁচদিন অনশন। মঙ্গলবার ভোররাতে লোকনায়ক হাসপাতালে ভর্তি করা হয় AAP মন্ত্রী অতিশীকে।AAP-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সুগার ও প্রেসার কমে গিয়েছে তাঁর। যা অত্যন্ত চিন্তার।
সোমবার সন্ধ্যায় অতিশীর সঙ্গে দেখা করেন তৃণমূলের তিন মহিলা সাংসদ মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ ও প্রতিমা মন্ডল। বিষয়টি নিয়ে সংসদে সরব হবেন বলেও জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। এদিকে মঙ্গলবারই শপথ নেওয়ার কথা তৃণমূলের সাংসদদের। তার আগেই INDIA জোটের শরিক AAP-র পাশে দাঁড়িয়ে সংহতির বার্তা দেয় তৃণমূল কংগ্রেস।
এক মাসের বেশি সময় ধরে রাজধানীতে জলকষ্ট চলছে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অনশন শুরু করেন আপ সরকারের মন্ত্রী অতিশী। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা দিল্লিকে ভাগের জল দিচ্ছে না। তার ফলেই রাজধানীতে তীব্র জল সংকট দেখা দিয়েছে।