নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল কমপক্ষে ৮ মাওবাদীর। আহত হয়েছেন ২ জওয়ান। ঘটনাটি ঘটেছে ছত্তীশগড়ের কানকার জেলায়। সূত্রের খবর মাওবাদী নেতা শঙ্কর রাওয়েরও মৃত্যু হয়েছে ওই এনকাউন্টারে। তার মাথার দাম ছিল ২৫ লাখ টাকা।
ছত্তীশগড়ে এনকাউন্টার
মঙ্গলবার ভোর থেকে ছত্তীশগড়ের কানকার জেলায় অভিযান শুরু করে পুলিশ। সেসময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেন জওয়ানরা। সেসময় কমপক্ষে আট জন নকশালের মৃত্যু হয়েছে বলে খবর। পুরো অভিযানের নেতৃত্ব দেয় ছোটেবেঠিয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিহত মাওবাদীদের ডেরা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। এমনকি বেশ কয়েকটি AK 47 রাইফেলও পাওয়া গিয়েছে।