শনিবার ভোরে ভয়াবহ আগুন লেগে (Indore fire) গেল মধ্যপ্রদেশের ইন্দোরের স্বর্ণবাগ কলোনির এক দোতলা আবাসনে। এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭ জন মারা গিয়েছেন। জানা গিয়েছে, আগুন এতটাই ভয়াবহ ছিল (At least 7 dead in Indore fire) যে তা নেভাতে তিন ঘণ্টার বেশি সময় লাগে দমকল কর্মীদের। ঘটনায় এখনও পর্যন্ত নয়জনকে উদ্ধার করা হয়েছে।ইন্দোরের পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, বাড়ির ভিতরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্র এক সাংবাদিক সম্মেলনে বলেন, “দোতলা আবাসিক ভবনে শনিবার সকালে আগুন (Indore fire) লাগার পরে কমপক্ষে সাতজন প্রাণ হারিয়েছেন, এবং আরও ন’জনকে উদ্ধার করা হয়েছে।তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি খারিজ অমিত শাহের, কর্মীদের সক্রিয় হতে মমতার উদাহরণ
ইন্দোরের স্বর্ণবাগ কলোনির ওই বাড়িটিতে মেন ইলেকট্রিক সাপ্লাই সিস্টেমে শর্ট সার্কিট হয় (Indore fire) রাত ৩:১০ নাগাদ। স্বাভাবিকভাবেই তখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। শর্ট সার্কিটের আগুন বাইক এবং অন্যান্য গাড়িতে লেগে যায়। এরপর গোটা দ্রুত গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন।
আবাসিক কমপ্লেক্সের পার্কিংয়ে থাকা একাধিক যান বাহন আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড (Indore fire) শুরু হয়। তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানতে তদন্ত হবে। বাড়ির মালিক আনসার প্যাটেলকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে গাফিলতির ফলে মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।