ধানবাদের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire at Dhanbad Hospital)। শুক্রবার মাঝরাতের আগুনে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। এদিন মাঝরাতে হঠাৎ আগুন দেখা যায় ধানবাদের(Dhanbad Fire) ব্যাঙ্ক মোড়ের ওই বেসরকারি হাসপাতালে। মৃতদের মধ্যে দুজন চিকিৎসক রয়েছেন বলেও খবর। আগুন লাগার পর মূলত শ্বাসকষ্টজনিত কারণে এই ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম-পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন হাসপাতালের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, তাঁর স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা দেবী। এছাড়া সোহান খানারি নামক আরও এক ব্যক্তির দেহ চিহ্নিত করা হয়েছে। মানুষের পাশাপাশি, একটি পোষ্য কুকুরও পুড়ে মারা গিয়েছে বলে খবর।
আরও পড়ুন- Maheshtala Fire: বাইক সার্ভিস সেন্টারে বিধ্বংসী আগুন, মহেশতলায় এক শ্রমিকের মৃত্যু
আগুন লাগার খবর পেতেই তড়িঘড়ি এলাকায় যায় পুলিশ ও দমকল বাহিনী। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও মারা যান ওই বেসরকারি হাসপাতালের মালিক সহ ৫ ব্যক্তি।