কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মণিপুর সফরের আগে ফের উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য। সকাল থেকে জঙ্গি-পুলিশ গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ৪০ জন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, রাজ্যের একাধিক জায়গায় এখনও অপারেশন চলছে। সোমবারই তিন দিনের সফরে মণিপুর যাচ্ছেন অমিত শাহ। তাঁর সেখানে তিন দিন থাকার কথা রয়েছে। প্রশাসনের দাবি, শান্তি ফেরাতে এদিন সকাল থেকে চিরুণীতল্লাশি শুরু হয়। তার জেরেই সংঘর্ষ বাধে।
প্রশাসনের দাবি, গত কয়েকদিন আগে রাজ্যে অশান্তির পিছনে সক্রিয় ভাবে কাজ করেছিল কুকি জঙ্গিরা। তাদের ধরতেই এদিন অভিযান চালানো হয়। মুখ্যমন্ত্রী বীরেন সিং জানিয়েছেন, এই জঙ্গি গোষ্ঠীকে নিকেশ করতেই এদিন অভিযান চালান নিরাপত্তারক্ষীরা। মূলত রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে জঙ্গিদের মৃত্যুর বেশি খবর পাওয়া গিয়েছে।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন, তিন দিনের সফরে তিনি মণিপুর যাবেন। সেইমতো সোমবার তাঁর ইম্ফল যাওয়ার কথা। তার আগে রাজ্যে নিরাপত্তা মজবুত করতেই এদিন চিরুণীতল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।