সপ্তাহের শুরুর দিনেই হিমাচল প্রদেশের কুলুতে বাস দুর্ঘটনা। খাদে পড়ে গেল একটি বেসরকারি বাস। কয়েক জন স্কুল পড়ুয়া-সহ কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল আটটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি। জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন পড়ুয়া ছিল।