বিহারে ফের বিষমদ খেয়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যুর অভিযোগ। অসুস্থ আরও ৪৮ জন। মোতিহারি জেলার একাধিক গ্রামে বিষমদ খাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। রাজধানী পাটনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের এই জেলার পাহাড়পুর, লক্ষ্মীপুর-সহ একাধিক গ্রামের মানুষ অসুস্থ বলে জানা গিয়েছে। শুক্রবার লক্ষ্মীপুর থেকেই প্রথম বিষমদে অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
২০১৬ সাল থেকে রাজ্যে নিষিদ্ধ মদ। তারপরেও কী ভাবে একের পর এক বিষমদের ঘটনা ঘটছে, তা নিয়ে ফের চিন্তায় প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে অধিকাংশ কৃষক। বৃহস্পতিবার মাঠের কাজ সেরে সেখানেই তাঁরা আসর বসিয়েছিলেন। সকাল হতেই শুরু হয় গা জ্বালা, বমি।
মোতিহারির ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে সিটও। আর এরমধ্যেই বিরোধীদের নিশানায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।