অসম বিধানসভায় আর মিলবে না জুম্মা নামাজের বিরতি। শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘোষণা করেছেন। এর সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন। সেখানে তিনি লিখেছেন, ঔপনিবেশিক আমলের অভ্যাস থেকে মুক্তি পেল অসম বিধানসভা।
১৯৩৭ সালে অসম বিধানসভায় এই নিয়ম চালু করেছিল মুসলিম লিগ। সেইসময় থেকেই রাজ্যের মুসলিম বিধায়করা প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত বিরতি পেতেন। কিন্তু তারপর ক্ষমতায় এসে ওই নিয়ম তুলে দেওয়ার জন্য তৎপর হন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
জুম্মা নামাজের জন্য ২ ঘণ্টার বিরতি বন্ধ করতে একটি কমিটি গঠন করেছিল অসম সরকার। পুরো বিষয়টি খতিয়ে দেখে ৭ সদস্যের ওই কমিটি। এবং একটি রিপোর্ট জমা দেয় তারা। সেই রিপোর্টে জানানো হয় ২ ঘণ্টার বিরতির কোনও প্রয়োজন নেই। এরপর আজ অর্থাৎ শুক্রবার অসম বিধানসভায় জানানো হয়, লোকসভা বা রাজ্য সভায় এই ধরনের কোনও নিয়ম নেই। সেই কারণে অসম বিধানসভা থেকেও ওই বিরতি বন্ধ করা হচ্ছে।
এই সিদ্ধান্তের পর নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন হিমন্ত বিশ্বশর্মা। সেখানে তিনি লেখেন, ১৯৩৭ সালে মুসলিম লিগের নেতা সৈয়দ সাদুল্লা এই নিয়ম প্রথম চালু করেছিলেন। আজ থেকে ওই বিরতি বাতিল করা হল। দেশের অন্য কোনও রাজ্যে এই নিয়ম চালু নেই। এই নিয়ম বাতিলের বিপক্ষে কেউ ছিলেন না বলেও জানিয়েছেন তিনি।