আদালতের নির্দেশে সোমবার থেকে বারাণসীর জ্ঞানবাপী মসজিদের সমীক্ষার কাজ শুরু করল আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। জেলা প্রশাসনের তরফে এই খবর জানানো হয়েছে। এদিকে সমীক্ষা চলাকালীন যাতে করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার সকালেই যাবতীয় যন্ত্রপাতি নিয়ে সেখানে পৌঁছে গেছেন ASI-এর সদস্যরা।
জ্ঞানবাপী মজসিদ নিয়ে পুরাতাত্বিক পরীক্ষার দাবি জানিয়েছিলেন চার হিন্দু মহিলা ভক্তের তরফে। যদিও মন্দির চত্বরে কোনও রকম সমীক্ষার বিরোধিতা করেছিল অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি।
জানা গিয়েছে, ওই মসজিদের ওজুখানায় একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। তারপরেই সেই ওজুখানা সিল করে দেওয়া হয়। যদিও জ্ঞানবাপী মসজিদ চত্বরে থাকা ওই ওজুখানার এখনই কোনও সমীক্ষার কাজ করবে না ASI।
Read More- ‘শিবলিঙ্গ’ পাওয়ার দাবি, জ্ঞানবাপী মসজিদ সিল করে সিআরপিএফ মোতায়েন
২০২১ সালে প্রথম ওজুখানায় শিবলিঙ্গের অস্তিত্ব দাবি করেন পাঁচ হিন্দু মহিলা। এবং তাঁরা প্রথম পূজার্চনার অনুমতি চেয়ে মামলা দায়ের করেন। সেসময় বারাণসীর নিম্ন আদালত ভিডিও সমীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। তারপর হিন্দু পক্ষের তরফে নমুনাগুলি কার্বন ডেটিং পরীক্ষার জন্য আবেদন জানানো হয়েছিল।