Gyanvapi Mosque: বুধবার পর্যন্ত জ্ঞানবাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষা স্থগিত। সোমবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে সোমবার সকালে ASI এর আধিকারিকরা সেখানে পৌঁছলেও কোনও কাজ করতে পারবেন না তাঁরা।
জানা গিয়েছে সোমবার সকালে ASI কাজ শুরু করার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ ম্যানেজমেন্ট কমিটি। দেশের শীর্ষ আদালত তাদের আইনজীবীকে জানিয়ে দেয়, ২৬ জুলাইয়ের মধ্যে বৈজ্ঞানিক সমীক্ষার বিরোধিতা করে মামলা করতে হবে। এবং ততদিন পর্যন্ত কোনও কাজ করতে পারবে না ASI।
জানা গিয়েছে, ওই মসজিদের ওজুখানায় একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। তারপরেই সেই ওজুখানা সিল করে দেওয়া হয়। যদিও জ্ঞানবাপী মসজিদ চত্বরে থাকা ওই ওজুখানার এখনই কোনও সমীক্ষার কাজ করবে না ASI।
Read More- মসজিদ চত্বরে মন্দির? বৈজ্ঞানিক সমীক্ষা শুরু হল জ্ঞানবাপী মসজিদে
২০২১ সালে প্রথম ওজুখানায় শিবলিঙ্গের অস্তিত্ব দাবি করেন পাঁচ হিন্দু মহিলা। এবং তাঁরা প্রথম পূজার্চনার অনুমতি চেয়ে মামলা দায়ের করেন। সেসময় বারাণসীর নিম্ন আদালত ভিডিও সমীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। তারপর হিন্দু পক্ষের তরফে নমুনাগুলি কার্বন ডেটিং পরীক্ষার জন্য আবেদন জানানো হয়েছিল।